প্রচ্ছদ ›› অপরাধ

মানবতাবিরোধী অপরাধ: সাভারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩১:৪০ | আপডেট: ১ year আগে
মানবতাবিরোধী অপরাধ: সাভারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানীর সাভার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার খলিলুর রহমান (৬৮) নেত্রকোণা জেলার দুর্গাপুরের নবী হোসেনের ছেলে।

বুধবার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এএসপি ইমরান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল সাভারে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে খলিলুরকে আটক করে।

এএসপি ইমরান জানান, খলিলুর ২০১৫ সাল থেকে পলাতক এবং গ্রেপ্তার এড়াতে তিনি দক্ষিণখান, তুরাগ ও উত্তরাসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছিল।

তিনি বলেন, গ্রেপ্তার এড়াতে সে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকলেও তার পরিবারের সদস্যরা প্রায়ই তার সাথে যোগাযোগ করে টাকা ও অন্যান্য জিনিস সরবরাহ করত।

২০১৭ সালের ৩০ জানুয়ারি প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমানসহ নেত্রকোণার পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর একটি ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের জন্য পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেন।

তাদের বিরুদ্ধে ২২ জনকে হত্যা, ধর্ষণ, নির্যাতন, অপহরণ ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। অন্য চার আসামি বিচার চলাকালীন মারা যান।