প্রচ্ছদ ›› অপরাধ

মামলার ভয় দেখিয়ে ৩ মাস বলাৎকার, কনস্টেবল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২২ ১৩:২১:৪৪ | আপডেট: ৩ years আগে
মামলার ভয় দেখিয়ে ৩ মাস বলাৎকার, কনস্টেবল গ্রেপ্তার

ফেনীতে এক কিশোরকে আটকের পর মামলার ভয় দেখিয়ে হোটেলে নিয়ে বলাৎকার এবং সে চিত্র মোবাইলে ধারণ করে টানা তিন মাস বলাৎকারের অভিযোগে ইউনুস আলী নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেনী মডেল থানায় কর্মরত।

বৃহস্পতিবার দুপুরে তাকে কর্মস্থল থেকেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী কিশোরের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।’

এর আগে বুধবার নির্যাতনের শিকার ওই কিশোরের মা কনস্টেবল ইউনুস আলীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়, গত বছরের ২৩ ডিসেম্বর তল্লাশির নামে মহিপাল থেকে তাকে আটক করেন ইউনুস আলী। এরপর তাকে পাশের একটি হোটেলে নিয়ে যান। সেখানে মামলার ভয় দেখিয়ে প্রথম দফায় বলাৎকার করেন। সে চিত্র মোবাইলে ধারণ করা করেন ইউনুস।

ওই ভিডিও দেখিয়ে নিয়মিত তাকে বলাৎকার করতে থাকেন। এরই মধ্যে ওই কিশোরকে নিয়ে ইউনুস তার গ্রামের বাড়ি যান। সেখানে তার অন্য সহযোগীরাও কিশোরকে বলাৎকারের চেষ্টা করেন। পরে ইউনুসের মোবাইল ফোন নিয়ে পালিয়ে আসে কিশোর। বাড়ি ফিরে মোবাইলের সব ভিডিও ডিলিট করে সেটি বিক্রি করে দেয়।

এরই মধ্যে কনস্টেবল ইউনুস তার মোবাইলের আইএমইআই নম্বর ধরে ক্রেতার কাছে পৌঁছান ও খোঁজ নেন। পরে মহিপালের ওই মোবাইল ক্রেতা ওই কিশোরের বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পুরো ঘটনা জানাজানি হয়। কিশোর বাধ্য হয়ে তার পরিবারের কাছে ঘটনা খুলে বলে। এরপরই ওই কিশোরের মা বুধবার কনস্টেবল ইউনুসের নামে মামলা করেন।

ওই কিশোর আরও জানায়, থানায় রাখা পরিত্যক্ত একটি গাড়ির ভেতরে নির্যাতন করা হতো তাকে। সেখানে গভীর রাতে কনস্টেবল ইউনুস আলী চালাতেন নির্যাতন।

কিশোরের মায়ের দাবি, ইউনুস আলীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একই সঙ্গে তার সহযোগীদেরও আইনের আওতায় আনা হোক।

থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘মামলার এক দিন পরই ওই কনস্টেবলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ওই কিশোরকে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে। আদালতে ২২ ধারায় তার জবানবন্দি নেয়া হবে।’