প্রচ্ছদ ›› অপরাধ

মিতু হত্যা মামলা: কিলিং মিশনে জড়িত কালু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৩ ১২:৫৮:৩৮ | আপডেট: ১০ মাস আগে
মিতু হত্যা মামলা: কিলিং মিশনে জড়িত কালু গ্রেপ্তার
বাবুল আক্তার ও তার স্ত্রী মাহমুদা খানম মিতু। পুরনো ছবি

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার কিলিং মিশনে সরাসরি জড়িত থাকায় কালু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের আট বছর পর তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার পরের দিন জঙ্গি সংশ্লিষ্টতা দাবি করে বাবুল আক্তার নিজেই বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন।

পরে মিতু হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততা পায় পিবিআই। এরপর গত বছরের ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। ওই দিনই মামলাটিতে বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে আছেন তিনি। এ হত্যাকাণ্ডের ব্যাপারে দুটি মামলায় তদন্ত করছে পিবিআই।

গত ২ মে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে আলোচিত এ হত্যা মামলায় অসমাপ্ত সাক্ষ্য দেন মিতুর বাবা মোশাররফ হোসেন। গত ৯ এপ্রিল প্রথম সাক্ষী হিসেবে মোশাররফ হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।