প্রচ্ছদ ›› অপরাধ

মুক্তিপণ দিয়ে দুইদিন পর বাড়ি ফিরল অপহৃত ৪ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৩ ১০:০৩:৫৯ | আপডেট: ৯ মাস আগে
মুক্তিপণ দিয়ে দুইদিন পর বাড়ি ফিরল অপহৃত ৪ রোহিঙ্গা

পাঁচ লাখ টাকা মুক্তিপণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার যুবককে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় মুক্তিপণ দেয়ার পর তাদের ক্যাম্পের পাশে ছেড়ে দেয়া হয়েছে।

ফেরত আসা রোহিঙ্গা হলেন, হ্নীলা ইউনিয়নের আলীখালী ক্যাম্প-২৫ ব্লক ডি/২২/-এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)

মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৫ জুন) রাত ৮টায় টেকনাফ আলীখালি ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা দিয়ে তারা ফেরত আসেন। এর আগে শনিবার (৩ জুন) রাতে মুক্তিপণ না দেওয়ায় জাহাঙ্গীর নামের এক রোহিঙ্গা যুবকের বাম হাতের কব্জি কর্তন করে পাহাড়ের ঢালে ফেলে যায় সন্ত্রাসীরা।

শুক্রবার (২ জুন) রাত ৮টায় টেকনাফের ২৫ নম্বর আলীখালি ক্যাম্প ডি/২০ ব্লকের রহিম উল্লাহ দোকানের সামনে থেকে পাঁচ রোহিঙ্গাকে নিয়ে যায় সশস্ত্র দুর্বৃত্তরা।

ভুক্তভোগীদের পরিবারের বরাত দিয়ে ক্যাম্প মাঝি নুরুল আমিন জানান, গত শুক্রবার রাত ৮টায় টেকনাফের ২৫ নম্বর আলীখালি ক্যাম্প ডি/২০ ব্লকের রহিম উল্লাহ দোকানের সামনে থেকে পাঁচজন রোহিঙ্গা যুবককে অপহরণ করে ১২ থেকে ১৪ জনের একটি সন্ত্রাসীদল।

এরপর জনপ্রতি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। টাকা দিতে পারবে না বলার পর জাহাঙ্গীর নামে একজনের বাম হাতের কব্জি কেটে ফেরত পাঠিয়ে ভয় দেখায়। সোমবার রাত ৮টায় বাকি চারজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, মুক্তিপণের টাকা দেওয়ার বিষয়টি জানা নেই। হয়তো অভিযানের কারণে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে।