প্রচ্ছদ ›› অপরাধ

সংযুক্ত আরব আমিরাত

রমজানে ভিক্ষা করলে জেল-জরিমানা

টিবিপি ডেস্ক
২৬ মার্চ ২০২৩ ১৮:০১:৩১ | আপডেট: ২ years আগে
রমজানে ভিক্ষা করলে জেল-জরিমানা

পবিত্র রমজান মাস উপলক্ষে ভিক্ষাবৃত্তি নিয়ে কড়াকড়ি হওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সতর্কতা জারি করে বলা হয়েছে, ভিক্ষাবৃত্তির কারণে জেল হতে পারে। সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও।

গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, ২০২১ সালের ফেডারেল আদেশ-আইন নং ৩১-এর ৪৭৫ ধারার অধীনে পেনাল কোড অনুযায়ী দেশটিতে ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে ধরা হয়েছে। এজন্য অভিযুক্তের তিন মাসের জেল এবং বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজারের বেশি টাকা জরিমানা হতে পারে।

দেশটির পাবলিক প্রসিকিউশন জোর দিয়ে বলেছে, আমিরাতে যেকোনো উপায়ে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ। আর ভিক্ষাবৃত্তির কারণে কেউ ধরা পড়লে তাকে বিচারের আওতায় আনা হবে।

এর আগে গত সপ্তাহের শুরুতে দুবাই পুলিশ ভিক্ষাবৃত্তিবিরোধী বার্ষিক ক্যাম্পেইন চালু করেছে। দেশটিতে রোজা আসলেই ভিক্ষাবৃত্তি বেড়ে যায়।

গত সপ্তাহে দুবাই পুলিশের সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার সাঈদ সুহেইল আল আয়ালি বলেন, গত রমজানে ৬০৪ জনকে আটক করা হয়। এরমধ্যে ভিক্ষুক ছিলেন ৩৮২ জন এবং ২২২ জন ছিলেন অবৈধ ব্যবসায়ী।