রাজধানীর মধ্য বাড্ডা থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ ১০ জন ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ভারতে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ২১টি স্মার্টফোন, পাঁচটি ভারতীয় পাসপোর্ট, নগদ টাকা, বিপুল পরিমাণ ভারতীয় সেক্স পিল ও জেল, কসমেটিকস, থ্রি-পিস, শার্ট, জুতা, স্যান্ডেল, খালি প্যাকেট, কার্টন জব্দ করা করেছে।
গ্রেপ্তার ভারতীয় নাগরিকরা হলেন রাজা শাও (৩৯), পঙ্খজ বিশ্বাস (৩৫), উৎপল মাইটি (২৫), সোনু বর্মণ (২১), দীপঙ্কর ঘোষ (২৪), রাজু দাস (২২), সুজন দাস (২৭), এস কে আজগর আলী (২১), লারাইব আশ্রাব (২১) ও সমরজিৎ দাস (৩০)। আর গ্রেপ্তার বাংলাদেশির নাম মো. মুরাদ গাজী।
মুরাদ গাজী তার বোন ববিকে নিয়ে মধ্য বাড্ডায় দীর্ঘদিন ধরে অনলাইনে ভারতীয় কাপড়, জুতা, স্যান্ডেল, তেল, সাবান, কসমেটিকস সেক্স পিল ও জেল বিক্রি করে আসছেন বলে জানিয়েছে ডিবি।
ডিবি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, জব্দ করা মালামাল কোনোটাই বৈধ পথে আনা হয়নি। কলকাতা থেকে ঢাকার আন্তঃদেশীয় ট্রেনে করে তারা দীর্ঘদিন ধরে ট্যাক্স পরিশোধ না করেই ভারতীয় পণ্যগুলো বাংলাদেশ আনে। আসছে রমজান উপলক্ষে তারা মালামাল মজুদ করছিলেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, পণ্যের জব্দ তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।