রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও রিকশা আরোহী কলেজছাত্রী মোছা. সামিয়া আফরিন প্রীতি হত্যায় জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার তাকে গ্রেপ্তার করা হয়। তবে এখনও আইনশৃঙ্খলা বাহিনী তার পরিচয় জানায়নি।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহজাহানপুরের ইসলামিয়া হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আর প্রীতি রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।
ঘটনার সময় টিপু গাড়িতে ছিলেন। গুলিতে তার গাড়িচালক মনির হোসেন মুন্না আহত হয়েছেন। এছাড়া শিক্ষার্থী প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।