রাজধানীর কাকরাইল, মালিবাগ ও কমলাপুরে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল ৪টায় মালিবাগের মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে এবং কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে, বিকেল সোয়া ৫টায় কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, বিকেল ৪টায় মৌচাক ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড এবং বিএনপি কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের বাসটি ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়কে যেতে চেয়েছিল। কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরে লাঠিসোঁটা হাতে একদল যুবক বাসটির গতিরোধ করে ভাঙচুর শুরু করেন। এ সময় বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান। একপর্যায়ে হামলাকারীরা বাসে ধরিয়ে আগুন দেয়। এছাড়া কমলাপুরেও বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে, আজ বিকেল সাড়ে ৫টায় কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে দাউ দাউ করে বাসটিতে আগুনে জ্বলতে দেখা যায়। বাসের আগুন উপরে থাকা বিদ্যুতের তারেও ছড়িয়ে পড়ছিল আগুন।
ঘটনাস্থলের কাছেই পুলিশ সদস্যদের দেখা যায়। কারা বাসে আগুন লাগিয়েছে জানতে চাইলে পুলিশের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়েছে।
ঘটনা সম্পর্কে বাস চালক মনির হোসেন বলেন, হঠাৎ দুইজন যুবক এসে বাসে পেট্রোল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাস জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর ওই দুই যুবক মোটরসাইকেলে করে কাকরাইল মোড়ের দিকে চলে যায়।