রাজধানীর শেওড়াপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘বুলবুল সকাল সাড়ে পাঁচটার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। এ সময় তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কিনা সেটা এখনো জানতে পারিনি।’
বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকাপয়সা, মোবাইল ছিল। তবে ঘাতক কিছুই নেয়নি। তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।’
মগবাজারে রংপুর ডেন্টাল নামে তার চেম্বার রয়েছে বলে জানা গেছে।