প্রচ্ছদ ›› অপরাধ

শরীয়তপুরে বিপনি বিতানে ডাকাতি

শরীয়তপুর প্রতিনিধি
৩০ জুন ২০২৩ ২০:১৩:২০ | আপডেট: ২ years আগে
শরীয়তপুরে বিপনি বিতানে ডাকাতি

শরীয়তপুর সদর উপজেলার একটি বিপনী বিতানে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডাকাতিতে বাধা দেওয়ায় পাশে থাকা মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী আব্দুর রউফকে লোহা ও রড দিয়ে পিটিয়ে হাত-পা বেঁধে অচেতন করে ফেলে রাখে ডাকাত দলের সদস্যরা।

আজ শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার রূপনগর এলাকার ইতালি প্লাজার বিজলী কেবলসের বিক্রয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় ডাকাত চক্রের সদস্যরা অন্তত ৫০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করছে বিজলী ক্যাবলস কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, আজ ভোরে পিকাআপ ভ্যান নিয়ে শরীয়তপুর শহরের ইতালি প্লাজার প্রধান ফটকে অবস্থান নেয় ডাকাত দলের সদস্যরা। ভবনের ভেতরে থাকা বিজলী ক্যাবলসের তালা ভেঙে মালামাল তুলে নেওয়ার সময় টের পেয়ে পরিচয় জানতে চায় পাশে থাকা মার্কেন্টাইল ব্যাংকের নিরাপত্তাকর্মী আব্দুর রউফ। এসময় পেছন থেকে চক্রের এক সদস্য লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। পরে তাকে (নিরাপত্তা কর্মী) নাকে চেতনানাশক দিয়ে অচেতন করে গাড়ির ভিতর বেঁধে রাখে।

পরে দুইটি পিকআপ ভ্যানে করে বিজলী ক্যাবলসের বিপুল সংখ্যক তার নিয়ে চলে যায় ডাকাত দলের সদস্যরা। সকালে অচেতন অবস্থায় ওই মার্কেটের পাশ থেকে নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভিডিও ফুটেজ দেখে চক্রের সদস্যদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

আহত নিরাপত্তা কর্মী আব্দুর রউফ বলেন, ‘ফজরের নামাজ শেষে ভোররাতে হঠাৎ দেখি পিকআপসহ কয়েকজন মানুষ। পরে আমি জিজ্ঞেস করলাম ভাই কি এখানে কোন মাল নামবে। এর মধ্যেই পিছন থেকে পিকআপের ড্রাইভার আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আমার সামনের লোক বলতেছে ওরে মেরে ফেলো। এরপরে টেনে গাড়িতে তুলে মুখ বেঁধে কি জানি নাকে ধরল। এরপর আর আমি কিছু জানি না। আর ওদের মুখ বাধা ছিল কাউকে চিনতেও পারিনি।’

মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান খান বলেন, ‘এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা প্রথমে আমাদের যে নিরাপত্তা কর্মী আছে তিনি দেখেন। সেখানে তিনি গেলে তাকে বেধড়ক মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় ডাকাতরা। এখন তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।’