হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৯৬০ গ্রাম ওজনের ৬০ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনার একজন ক্লিনারকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, সোমবার সকালে ইউএস বাংলার দুবাই ফেরত এয়ারক্রাফটের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রটোকল অফিসার মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ইউএস বাংলা’র (বিএস-৩৩৪) একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরের গেট বে-১৯ বোর্ডিং ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বারগুলো উদ্ধার করে।
শুল্ক গোয়েন্দারা কর্মকর্তারা আরও জানিয়েছেন, সোনা পাচারের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে কর্মরত একজন ক্লিনারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।