প্রচ্ছদ ›› অপরাধ

শাহজাহানপুরে মসজিদের মেস থেকে খাদেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২৩ ১২:১২:৩০ | আপডেট: ১ year আগে
শাহজাহানপুরে মসজিদের মেস থেকে খাদেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি মসজিদের মেস থেকে সিএনজি অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৭টার দিকে মেসের ভেতর তার রুমের লোহার এঙ্গেলের সঙ্গে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের নাম মজিবুর রহমান (৫০)। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান আরও জানান, বর্তমানে রেলওয়ে কলোনি বাইতুল জান্নাত জামে মসজিদ মেসে থাকতেন মজিবুর রহমান। দিনে মসজিদের খেজমতে থাকতেন, পাশাপাশি সিএনজি অটোরিকশা চালাতেন। তার পরিবারের সদস্যরা গ্রামে থাকেন। ঢাকায় তিনি একাই থাকতেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রামের বাড়িতে জমিজমা সংক্রান্ত জটিলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তিনি। তার গ্রামের বাড়িতে সংবাদ দেওয়া হয়েছে। এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা সোমবার ময়নাতদন্তের পর জানা যাবে, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।