প্রচ্ছদ ›› অপরাধ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ২২ বছর পর হুজি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২২ ১৯:৪৩:৪৯ | আপডেট: ৩ years আগে
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ২২ বছর পর হুজি সদস্য গ্রেপ্তার

২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য বোমা পুঁতে রাখার দায়িত্ব পালনকারী হরকাতুল জিহাদ (হুজি) সদস্য আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ঘটনার প্রায় ২২ বছর পর গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেত থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে জিহাদি বই, দুটি মুঠোফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা দেখতে পাওয়া যায়।

সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের ওই বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোটালীপাড়া থানায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, হত্যার ষড়যন্ত্র (রাষ্ট্রদ্রোহ) ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করে পুলিশ।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আজিজুলকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বিস্তারিত জানান।

তিনি বলেন, বোমা পুঁতে রাখার ঘটনা প্রকাশ পেলে আজিজুল হক ওরফে রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান (৪৪) কোটালীপাড়া থেকে ঢাকায় পালিয়ে আসেন। তিনি হুজি নেতা মাওলানা আমিরুল ইসলামের সঙ্গে দেখা করেন। ২২ বছর ছদ্মবেশে বিভিন্ন পেশার আড়ালে তিনি নিজেকে আড়াল করে রাখেন। তিনি গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তিনি কখনো দরজি, মুদিদোকানি, বই বিক্রেতা, গাড়িচালক ও সর্বশেষ প্রিন্টিং স্ট্যাম্প বানানোর কাজ করতেন। আজিজুল তাঁর পাঁচ সহযোগীকে নিয়ে মোমবাতি ও সাবান তৈরির আড়ালে বোমা তৈরি করছিলেন।