প্রচ্ছদ ›› অপরাধ

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারি ২০২২ ১৯:৫৭:১৫ | আপডেট: ৩ years আগে
শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নির্বাচন নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতের নাম কল্লোল খন্দকার (৪০)। তিনি বগুড়া গ্রামের মৃত আকবর খন্দকারের ছেলে।

জানা যায়, কল্লোল বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক।

নিহতের ভাই মিল্টন খন্দকার বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের সমর্থকরা দুপুরে কল্লোলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। মাঠে পেঁয়াজ লাগানোর সময় তার ওপর হামলা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল বলেন, হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

তদন্ত শেষে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

এদিকে, নির্বাচনপূর্ব সহিংসতায় কৃষ্ণনগর গ্রামের আব্দুর রহিম নামে এক ব্যক্তি আজ রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালো পাঁচজন।