প্রচ্ছদ ›› অপরাধ

শ্রমিক বাসে ডাকাতি, গণপিটুনিতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২২ ১০:১৭:০৫ | আপডেট: ৩ years আগে
শ্রমিক বাসে ডাকাতি, গণপিটুনিতে নিহত ৩
প্রতীকী ছবি

শ্রমিকদের বহনকারী বাসে ডাকাতিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।