ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বগিরচরে ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস পোস্ট’র সিনিয়র রিপোর্টার হাসান আল জাভেদের বাড়িতে চুরি হয়েছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মা হালিমা খাতুনের বরাত দিয়ে হাসান আল জাভেদ বলেন, সোমবার রাতে তার বয়স্ক বাবা ও মা আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হালিমা খাতুনের বালিশটি কেউ টান দিলে তার ঘুম ভেঙে যায়। এ সময় প্রতিবেশী হারিছ গোলদারের ছেলে সোহেলকে দেখে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। এরপর তার মা আবার অচেতন হয়ে পড়েন।
ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকা, কিছু অলঙ্কার চুরি হয়েছে বলে জানান হালিমা খাতুন।
হাসান জাভেদ বলেন, মঙ্গলবার সকালে এক আত্মীয় বাড়িতে গেলে তার মা ও বাবা আব্দুল জলিল মাস্টারকে ঘুমানো অবস্থায় দেখেন। অনেকক্ষণ ডাকাডাকির পর দেখেন তারা অচেতন। পরে স্থানীয়ভাবে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জাভেদ আরও বলেন, হারিছ গোলদার নিজেও এলাকায় দুর্ধর্ষ চোর হিসেবে পরিচিত। এর আগে গত পাঁচ-ছয় বছরে তাদের বাড়িতে দুবার সিঁধ কেটে চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, নেশাজাতীয় বস্তু স্প্রে অথবা খাবারের সঙ্গে খাইয়ে তাদের অচেতন করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে। তবে হারিছ বা তার পরিবারের সঙ্গে ব্যক্তিগত বা জমিজমার কোনো ধরনের বিরোধ নেই। বৃদ্ধ বাবা-মা সুস্থ হলে তারা একটি মামলা দায়ের করবেন।