রাজধানীর সাভারে হাফ ভাড়া দেয়ায় এক শিক্ষার্থীকে মারধর করেছে বাসের কন্ডাক্টর (চালকের সহকারী)। পরে ওয়েলকাম পরিবহনের ৮টি বাস আটকে করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি বাসের ভেতর এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এ ঘটনার বিচার দাবিতে সাভার মডেল থানায় অবস্থান করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ভুক্তভুগী সাভার সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ইউনুস কবির সেলিম (১৮)। সাভার আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মতিয়ার রহমানের ছেলে ইউনুস।
ওই শিক্ষার্থী বলেন, আমার বন্ধু রিপনের সাথে আমি আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে সাভার থানা স্ট্যান্ডের উদ্দেশ্যে ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। পরে পল্লীবিদ্যুৎ থেকে আমাদের আরেক সহপাঠী ওঠে। আমরা থানা স্ট্যান্ডের একটু আগে পৌঁছালে কন্ডাক্টর বাসের ভাড়া চান।
তার ভাষ্যমতে, আমরা ৩ জনের হাফ ভাড়া ২২ টাকার জায়গায় ৩০ টাকা দেই। শিক্ষার্থী পরিচয় দিলেও কন্ডাক্টর আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মারধর করেন। এ সময় গাড়ির গ্লাসের সঙ্গে লেগে আমার হাত কেটে যায়।
পরে বিষয়টি আমার অন্যান্য সহপাঠীরা জানতে পারলে সড়কে ওয়েলকাম পরিবহনের ৮টি বাস আটক করে তারা। এখন আমরা বিচারের দাবিতে থানায় অবস্থান নিয়েছি। ওই কন্ডাক্টর ও গাড়ি চালকের বিচার চাই।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি আল আমিন তালুকদার বলেন, দুই পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।