প্রচ্ছদ ›› অপরাধ

সার্ভার হ্যাক করে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২৩ ১৯:১০:১১ | আপডেট: ১ year আগে
সার্ভার হ্যাক করে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরের জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ।

এ সময় তাদের নিকট হতে এ কার্যক্রমে ব্যবহৃত ৪ টি সিপিইউ, ৩ টি মনিটর, ১ টি স্ক্যানার ও প্রিন্টার এবং ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়। জালিয়াতি চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে এ পর্যন্ত তারা জালিয়াতির মাধমে অনুমানিক ৫ হাজারের অধিক জন্ম নিবন্ধন সনদ সৃজন করেছে।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) ডা. মঞ্জুর মোর্শেদ বিজনেস পোস্ট’কে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে চলতি মাসের ৮ তারিখ চট্টগ্রাম বন্দর থানার ৩৮নং ওয়ার্ডে ৪০টি, ৯ তারিখে পাহাড়তলীর ১৩নং ওয়ার্ডে ১০টি এবং ২১ তারিখে পতেঙ্গার ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর অফিসের সার্ভারে ৮৪ টি ভুয়া জন্মনিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এ বিষয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট থানাসমূহে সাধারণ ডায়েরি করলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ ছায়া অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে জন্ম নিবন্ধন জালিয়াতি কার্যক্রমে জড়িত একাধিক চক্রের অস্তিত্ব পাওয়া যায়। ২৩ জানুয়ারি এমন একটি চক্রের ৪ সদস্যকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জহির আলম (১৬), মোস্তাকিম (২২), দেলোয়ার হোসাইন সাইমন (২৩) ও মোঃ আব্দুর রহমান প্রকাশ আরিফ (৩৫)।

জালিয়াতি চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তারা সহ আরো একাধিক গ্রুপ এ জালিয়াতি কার্যক্রম চালিয়ে আসছে। এ পর্যন্ত তারা আনুমানিক ৫ হাজারেরও অধিক ভুয়া জন্ম নিবন্ধন সনদ সৃজন ও বিতরণ করেছে।

তাদের মতো এমন আরও একাধিক চক্র এমন অবৈধ কার্যক্রমে দেশব্যাপী জড়িত আছে। একেকটি চক্রে সদস্য সংখ্যা ৩০-১০০ জন। প্রতিটি ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরী করতে তারা ৫০০-৮০০ টাকা নেয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিদের নিকট হতে তথ্য সংগ্রহ করে তারা সরকার নির্ধারিত ওয়েব সাইটে ঐ ব্যক্তির ভুয়া ঠিকানা ব্যবহার করে প্রাথমিক নিবন্ধন করে এবং উক্ত তথ্যদি একজন তথাকথিত হ্যাকারকে প্রদান করে। ওই হ্যাকার অবৈধভাবে জন্মনিবন্ধন সার্ভারে প্রবেশ করে একটি জাল জন্ম সনদ প্রস্তুত করে পুনরায় চক্রের এ সদস্যদের পাঠায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিম কমিশনার কৃষ্ণ পদ রায় বিজনেস পোস্ট’কে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নিকট হতে জব্দকৃত ডিভাইসসমূহ প্রাথমিকভাবে পরীক্ষা করে এ তথ্যসমূহের সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে মহানগরের খুলশী থানাধীন ১৩নং ওয়ার্ড (পাহাড়তলী) এর জন্ম নিবন্ধন সহকারি মোঃ আনোয়ার হোসেন ১ টি নিয়মিত মামলা দায়ের করেছেন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান ও আইনি কার্যক্রম চলমান আছে।