প্রচ্ছদ ›› অপরাধ

স্কুলের প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২২ ১৪:৫০:৩৯ | আপডেট: ৩ years আগে
স্কুলের প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিএম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার খোশালকান্দি সেতুর পাশে তার ওপর হামলা হয়।

নিহত সাইফুল ইসলাম মালত (৪২) জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। গত নির্বাচনে জাজিরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট করে হেরে যান তিনি।

প্রত্যক্ষদর্শী ও আহত হিরু শেখ জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সাইফুলের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় সুজন ফকির, হালিম ফকির, মজিবর ফকির, রাশেদ, সুমন বেপারীসহ কয়েকজনের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার রাতে জাজিরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাইফুল ও হিরু। সিকদারকান্দি ব্রিজ পার হওয়ার পর ওঁৎপেতে থাকা সুজন, হালিম, মজিবর, রাশেদ, সুমন বেপারীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়।

ধস্তাধস্তির এক পর্যায়ে হিরু পালাতে সক্ষম হলেও সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাইফুলের স্ত্রী মিতু বলেন, ‘আমার স্বামী কী ক্ষতি করেছিল ওদের, এখন আমার দুই মেয়ের কী হবে?’। স্বামী হত্যার বিচার চান তিনি।

এ ব্যাপারে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সুজন ফকির নামে একজনকে আটক করা হয়েছে। মামলার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।