প্রচ্ছদ ›› অপরাধ

স্ত্রীর মরদেহের পাশেই হাত-পা বাঁধা আহত বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২২ ১৫:৫১:৫৮ | আপডেট: ১ year আগে
স্ত্রীর মরদেহের পাশেই হাত-পা বাঁধা আহত বিএনপি নেতা
বিএনপি নেতা মিলন খানের বাড়ির সামনে এলাকাবাসীর ভিড়

বরিশালের বাবুগঞ্জে মোসাম্মৎ মারুফা (৩৫) নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় হাত-পা বাঁধা আহত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ২টার দিকে উপজেলার দেহেরগতির ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারুফা বেগম দেহরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও রড সিমেন্ট ব্যবসায়ী মিলন খানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।

মিলনের ভাই সবুজ খান জানান, রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা গেটের তালা ভেঙে ভবনে ঢোকে। পরে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।

এ সময় মিলনের স্ত্রী বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। তার চিৎকারে মিলন এগিয়ে এলে তাকেও কোঁপানো হয়।

প্রতিবেশী মাসুম মাঝি জানান, রাত ২টার দিকে মিলনের দুই শিশু সন্তান ছুটে এসে জানায় তাদের ঘরে ডাকাত ঢুকে মা-বাবাকে কুপিয়েছে। তারা গিয়ে দেখেন একতলা পাকা ভবনের পেছনের দরজা খোলা। ভেতরে খাটের পাশে মিলনকে হাত-পা বেঁধে রাখা হয়েছে। তার দুই হাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। পাশে মেঝেতে মিলনের স্ত্রী মারুফার রক্তাক্ত দেহ। তার গালে, ঘাড়ে, মাথায় ক্ষতের চিহ্ন রয়েছে। পুরো ঘর এলোমেলো ছিল।

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘মারুফা ঘটনাস্থলেই নিহত হন। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। মিলন খানকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিরোধ ছিল। এরই জেরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টির তদন্ত চলছে।’