রাজধানীর হাতিরঝিল থানা হাজতে সুমন শেখ নামের এক তরুণের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাতে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ সদস্যদের দোষারোপ করছে নিহতের পরিবারের সদস্যরা।
নিহত যুবকের নাম সুমন শেখ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ কর্মকর্তা বলছেন, হাজতে আসামির মৃত্যুর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের প্রহরী ও ডিউটি অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, ইউনিলিভার পিওর ইট প্রতিষ্ঠানের পশ্চিম রামপুরা এলাকার শাখা থেকে ৫৩ লাখ টাকা চুরির ঘটনায় শুক্রবার বিকেল সাড়ে ৪টা-৫টার দিকে তাকে থানায় আনা হয়। থানায় তাকে নিয়ে আসার পর অভিযান চালানো হয়। পরবর্তীতে তাকে হাজতে রাখা হয়। সেখানেই রাতে তিনি আত্মহত্যা করেন।
এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে শনিবার বিকেলে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা।
ঢাকা মহানগর পুলিশের (তেজগাঁও বিভাগ) উপ-কমিশনার এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, আমরা সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখি, রাত সাড়ে ৩টার দিকে সে নিজের পরনের প্যান্ট খুলে সিসি টিভির স্ট্যান্ডের পাশের গ্রিলের সঙ্গে আত্মহত্যা করে। এটা পুরোপুরি আমাদের ফুটেজে আছে। তারপরও যেহেতু হাজতে কী হচ্ছে, তা থানার সেন্ট্রি ও ডিউটি অফিসারের দেখার কথা ছিল, তাই তাদের সাময়িকভাবে বরখাস্ত করি।