প্রচ্ছদ ›› অপরাধ

৫ প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২২ ১৫:০০:৫৬ | আপডেট: ৩ years আগে
৫ প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা জরিমানা

রাজধানীর কদমতলী ও শ্যামপুর এলাকায় অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদনের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ২৬ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র‌্যাব-১০ এর আভিযানিক দল ও বিএসটিআইর প্রতিনিধিরা এ সময় উপস্থিতি ছিলেন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল বলে জানা যায়। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব-১০।

ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ইভানা ক্যাবলস ইন্ডাস্ট্রিকে ২০ লাখ টাকা, এমআরবি ক্যাবলসকে দুই লাখ টাকা, জিহান ক্যাবলসকে এক লাখ টাকা, নাভা ক্যাবলসকে এক লাখ ও রহিম মেটালসকে দুই লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত জব্দ করা নকল বৈদ্যুতিক তার, তার তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম দেড় লাখ টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবত এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।