প্রচ্ছদ ›› শিক্ষা

আজিজুল হক কলেজে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২১ ১৮:০২:৪৫ | আপডেট: ৪ years আগে
আজিজুল হক কলেজে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৩০) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের পেছনে এ ঘটনা ঘটে।

আহত রবিউল ইসলাম বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আহত রবিউল ঘটনার পরই আমাদেরকে জানালে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত করা হয়েছে। কাটা স্থানে মোট ১৩টি সেলাই করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহত রবিউল জানিয়েছেন চার-পাঁচজন যুবক তার ওপর অতর্কিত হামলা করে। তবে কেন এ হামলা হয়েছে তিনি তা নিশ্চিত হতে পারেননি।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ বলেন, ‘রবিউল আজিজুল হক কলেজে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় অজ্ঞাত কিছু মানুষ তার ওপর হামলা করেছে। তবে কেন এ হামলা হয়েছে তা এখনো আমরা নিশ্চিত নই। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।