বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে বিশু মিয়া (৩২) নামের এক সাবেক ছাত্র ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া ক্যাম্পাসের মুন হলের পাশে রাস্তায় এই খুনের ঘটনা ঘটে। নিহত বিশু মিয়া শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
ঘটনার দুই দিন আগে গত ২ এপ্রিল রাতে আজিজুল হক কলেজ চত্বরে বগুড়া জেলা পুলিশে কর্মরত উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনার পর কোনো পুলিশি তৎপরতা না থাকা এবং আসামি গ্রেপ্তারে ব্যর্থতার কারণে এই খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় লোকজন।
জানা গেছে, নিহত বিশু মিয়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস করেন কয়েক বছর আগে। এরপর থেকেই কলেজের অদূরে জামিল নগর এলাকায় ছাত্রাবাসে বসবাস করে চাকরির সন্ধান করছিলেন।
নিহতের ছোট বোন জাহানারা বলেন, ঘটনার দিন বিকেলে তার বড় ভাই বিশু মিয়া গ্রামের বাড়ি থেকে ৪ হাজার টাকা নিয়ে শহরে ফেরেন। চারমাথা বাস টার্মিনালে নেমে জহুরুল নগর হয়ে হেঁটে ছাত্রাবাসে যাচ্ছিলেন। ঘটনার কিছু আগে তিনি ভাইকে ফোন দিয়ে জামিল নগরের দিকে হেঁটে যাওয়ার তথ্যটি জানতে পারেন।
স্থানীয় দোকানদার মকবুল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, কলেজ চত্বর দিয়ে হেঁটে যাওয়া সময় কয়েকজন ব্যক্তি তাকে জানান, কলেজ চত্বরে রাস্তার ওপর অন্ধকারে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। এ খবর পেয়ে তিনি কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি ব্যাগ ও ওই যুবকের প্যান্টের পকেটে দুটি মোবাইল ফোন ছিল।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশু মিয়া খুন হতে পারে।
একই ধরনের তথ্য দিয়ে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক ইমরান মাহমুদ তুহিন বলেন, ছিনতাই মনে হলেও তারা তদন্ত করে দেখছেন ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।