মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ । বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করবেন তিনি।
করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে প্রকাশ করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার ঘোষণা মোতাবেক ৩০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ হচ্ছে।