ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ঢাকার বারিধারাস্থ নিজস্ব ক্যাম্পাস খুলছে আগামী ১০ অক্টোবর।
মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুযায়ী স্বাস্থ্য সুরক্ষার সকল বিধি-নিষেধ অনুসরণ করে আগামী ১০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউআইটিএস কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৯৫ ভাগ ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী দুই ডোজ, এক ডোজ টিকা অথবা টিকার জন্য নিবন্ধন করেছেন।
ইউআইটিএস ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে সরাসরি নিজ ক্যাম্পাসে এসে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।