কলেজের আশেপাশের এলাকায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় অযথা ঘুরাঘুরি, অবস্থান কিংবা আড্ডা দেয়া নিষিদ্ধ করেছে ঢাকা কলেজ।
অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খােন্দকার এবং পাঠ পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের দ্বাদশ (সেশন: ২০২০-২১) শ্রেণির শিক্ষার্থীদের জানানাে যাচ্ছে যে, তাদের ক্লাস আরম্ভের আগে, ক্লাস চলাকালীন সময় এবং ক্লাশ ছুটির পর সিটি কলেজ ও আইডিয়াল কলেজ সংলগ্ন এলাকা (আড়ং, ফুটওভার ব্রীজ, স্টার কাবার, ধানমন্ডি ১ নং রােড, সিটি কলেজের সামনের বাস ষ্ট্যান্ড ইত্যাদি) নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকায় কলেজ ড্রেস পরিহিত অবস্থায় অযথা ঘুরাঘুরি, অবস্থান বা আড্ডা দেয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলাে।
এছাড়া কলেজ বাসে যাতায়াতের সময় ইভটিজিংসহ যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে ছাত্রদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কোনো শিক্ষার্থী নিয়ম ও শান্তি-শৃঙ্খলা বিরােধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কলেজ কর্তৃপক্ষ ও আইন প্রয়ােগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।