প্রচ্ছদ ›› শিক্ষা

এইচএসসি: কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত

০৬ নভেম্বর ২০২২ ১৮:০৪:১৭ | আপডেট: ২ years আগে
এইচএসসি: কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত
ফাইল ছবি

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসি, বিএমটি’র বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুরুর পরই এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে, কি কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পরীক্ষা রবিবার শুরু হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে।