প্রচ্ছদ ›› শিক্ষা

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৪:৫১ | আপডেট: ২ years আগে
এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে দীপু মনি এসব তথ্য জানান।

তিনি বলেন, যানজটের কথা বিবেচনা করে সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা বেলা ১১টায় শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ২ ঘণ্টা পরীক্ষার মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এবার বিকেলে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলেও জানান দীপু মনি।

শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। আগের বছরের তুলনায় এবার ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি। এ ছাড়া কেন্দ্র বেড়েছে ১১১টি।