প্রচ্ছদ ›› শিক্ষা

ক্যাডার হওয়ার দৌড়ে লাখো পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২২ ১২:০১:১৭ | আপডেট: ৩ years আগে
ক্যাডার হওয়ার দৌড়ে লাখো পরীক্ষার্থী
সংগৃহীত

আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়েছে ৪৪তম বিসিএস (বাংলাদেশ ক্যাডার সার্ভিস) প্রিলিমিনারি পরীক্ষা। একটি পদে চাকরির জন্য প্রায় ২০৫ জনকে দৌড়ে লড়তে হচ্ছে।

শুক্রবার সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে ২০০ নম্বরের এই পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

৮ বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে এবার ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী বিসিএসের প্রিলিতে অংশ নেয়ার কথা রয়েছে।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেবে সরকার। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন।

এর আগে পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোন প্রার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার সময় কোনো প্রার্থী কানের ওপর কোনো আবরণ রাখতে পারবে না। কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পরীক্ষার আগেই কমিশনে অনুমোদন নিতে হবে।

পরীক্ষার দিন উল্লেখিত কোনো জিনিস প্রার্থীর কাছে পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা), বিধিমালা ২০১৪ এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

এ বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে সবার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করছে পিএসসি কর্তৃপক্ষ।