প্রচ্ছদ ›› শিক্ষা

ক্যাম্পাসে ফিরলেন ফুলপরী, থাকবেন ফজিলাতুন্নেছা হলে

নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৩ ১৪:৫৭:০২ | আপডেট: ২ years আগে
ক্যাম্পাসে ফিরলেন ফুলপরী, থাকবেন ফজিলাতুন্নেছা হলে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে ক্যাম্পাসে ফিরেছেন।

শনিবার পাবনা ও কুষ্টিয়া পুলিশ নিরাপত্তা নিজের পছন্দমতো বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠেছেন তিনি।

এর আগে বুধবার বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশে অস্থায়ীভাবে বহিষ্কার হন অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ পাঁচজন। ফুলপরীকে তার পছন্দমতো যে কোনো হলে আবাসিকতার নির্দেশ দেন হাইকোর্ট।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘ফুলপরীর পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে তাকে তুলে দেওয়া হয়েছে।’

এদিন বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র- উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন ফুলপরীকে বঙ্গমাতা হলে স্থানান্তরিত করে দেন। এ সময় উপস্থিত ছিলেন- নির্যাতিত শিক্ষার্থী ফুলপরীর বাবা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান।

এ প্রসঙ্গে ফুলপরী খাতুন বলেন, ‘আমি আমার পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠেছি। আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে ভালো অনুভব করছি।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান বলেন, ‘আমি ফুলপরীর হল আবাসিকতার আবেদনপত্র পেয়েছি। ফুলপরী যেহেতু আমাদের এই হল পছন্দ করেছে, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা তাকে তার পছন্দসই রুমে আবাসিকতা প্রদান করব।’

এদিকে ছুটির পর আজ ক্যাম্পাসে ফিরেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম। নিয়োগ বিষয়ক অডিও ফাঁসের পর তাঁর বিরুদ্ধে আন্দোলন চলছিল বিশ্বাবদ্যালয়ে। তাঁর কক্ষে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। সেই থেকে গত মাসের ১৫ তারিখের পর এই প্রথম তিনি কক্ষে প্রবেশ করলেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠক শুরু হয়েছে দুপুর ১২টার পরে। এখানে নির্যাতনকারী ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ শিক্ষার্থীর হলের আবাসিকতা ও ছাত্রত্ব বাতিলসহ উচ্চআদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে আলোচনা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন নবীন ছাত্রী ফুলপরী খাতুন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, মারধর, গালাগাল, হত্যার হুমকিসহ অমানবিক নির্যাতন করেন।

প্রসঙ্গত, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইবির দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরীকে রাতভর র‌্যাগিং, শারীরিক নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। ঘটনার সঙ্গে শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, ইশরাত জাহান মীম, হালিমা আক্তার উর্মি ও মুয়াবিয়া জাহানসহ কয়েকজন জড়িত ছিলেন।

পরে ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া হাইকোর্ট ওই পাঁচ ছাত্রী এবং সংশ্লিষ্ট হলের প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ছাত্রলীগ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।