করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল খুলছে আগামী ১৮ অক্টোবর। তবে, আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন, কেবল তারাই উঠতে পারবেন হলে।
সোমবার উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রাধ্যক্ষদের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক লায়লা খালেদা জানান, আগামী ১৮ অক্টোবর থেকে আবাসিক হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা অন্তত ১ ডোজ টিকা যারা নিয়েছেন, তারাই এ সুযোগ পাবেন।
এর আগে ১৬ সেপ্টেম্বর সিন্ডিকেটের ৫৩৪তম এক্সট্রা অর্ডিনারি সভায় ১৭ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।