প্রচ্ছদ ›› শিক্ষা

গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে পাসের হার ৮১.০৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২১ ১৬:৫৯:১৩ | আপডেট: ৩ years আগে
গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে পাসের হার ৮১.০৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন পাঁচটি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এতে ৫ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪ হাজার ৪৯৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮১.০৬ শতাংশ। বাকি ১৮.৯৪ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এর মধ্যে বিজ্ঞান শাখায় ২ হাজার ৩০ জন, মানবিক বিভাগে ১ হাজার ৫৯৪ জন, ব্যবসায় ৮২১ এবং গার্হস্থ্য অর্থনীতি শাখায় ৫০ জন পাস করেছে।

মেধাক্রম অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন পাঁচটি গার্হস্থ্য অর্থনীতি কলেজের বিভিন্ন বিভাগে ২ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

পরীক্ষার্থীরা তাদের উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে।

এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GOC <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কলেজ এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২১ থেকে ২৮ নভেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।