প্রচ্ছদ ›› শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের সভাপতি আকাশ, সম্পাদক সাকিব

নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫২:১৭ | আপডেট: ২ years আগে
গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের সভাপতি আকাশ, সম্পাদক সাকিব
সংগৃহীত

গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি আরিয়ান রহমান আকাশ ফ্রিল্যান্স সাংবাদিক এবং ওয়ালিদ সাকিব অর্থসংবাদে কর্মরত।

ফোরামের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শামীম মণ্ডল এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে দৈনিক বাংলা’র তরিকুল ইসলাম সজল ও সংবাদ প্রকাশের রিয়াদুর রহমান পিনজুকে সহ-সভাপতি করা হয়েছে।

ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের আলোর মেহেদী হাসান আব্দুল্লাহ ও ফ্রিল্যান্স সাংবাদিক জোবায়ের ইবনে কামাল।

এছাড়াও বিডি টোয়েন্টিফোর লাইভের নাঈম হাসানকে সাংগঠনিক সম্পাদক, ফ্রিল্যান্স সাংবাদিক কাজী আলিফ নওশাদকে সহ সাংগঠনিক সম্পাদক, অর্থসংবাদের কাউসার আহমেদকে কোষাধ্যক্ষ, আমার বার্তা টোয়েন্টিফোরের মাহমুদূল হাসান আশিক দপ্তর সম্পাদক এবং সামান্থা আলীকে প্রচার সম্পাদক করা হয়েছে।

বার্তা বিচিত্রার মো. ফাহিম হাসান এবং পথে প্রান্তরের রবিউল হাসানকে কমিটির কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

এর আগে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সামদানী ফকির সাংবাদিক ফোরামের অনুমোদন দেন।