প্রচ্ছদ ›› শিক্ষা

ছাত্রাবাস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২২ ১৭:৫৬:০৮ | আপডেট: ৩ years আগে
ছাত্রাবাস থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে বাঁশেরহাট এলাকার ব্লুমুন ছাত্রাবাস থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফ্যা‌নের সা‌থে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টায় মিজানুর রহমান পলাশ নামে ওই শিক্ষার্থীর মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের শেষ ব‌র্ষের শিক্ষার্থী ছিলেন পলাশ৷ তার বা‌ড়ি গাজীপুর জেলায়।

দ্য বিজনেস পোস্টকে এ তথ্য নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার পু‌লিশ পরিদর্শক (তদন্ত) মো আসাদুজ্জামান ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে যাই। মর‌দেহ উদ্ধার ক‌রে এম আব্দুর র‌হিম মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের রি‌পোর্ট পে‌লে মৃত্যুর স‌ঠিক কারণ জানা যা‌বে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।