প্রচ্ছদ ›› শিক্ষা

ঢাবিতে ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস

নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২১ ১৯:০৬:৪৮ | আপডেট: ৩ years আগে
ঢাবিতে ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়া হয়। তারও আগে ২৬ সেপ্টেম্বর অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুলে দেয়া হয়। এ ছাড়া আগামী ১০ অক্টোবর সব বর্ষের জন্য হল খোলার সিদ্ধান্ত নেয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

দেশে করোনা শনাক্তের পর গত বছরের মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও খালি করে দেওয়া হয়। এখন করোনার সংক্রমণ কমে যাওয়ায় হলগুলো খুলে দেওয়া হয়েছে। আর ১৭ অক্টোবর থেকে শুরু হবে সশরীরে ক্লাসও।