ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেছেন। শুক্রবার দুপুরে তারা হলের ভেতরে প্রবেশ করেন।
আগামী ৫ অক্টোবর হল খোলার ঘোষণা দিলেও চারদিন আগেই তালা ভেঙে হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।
এর আগে দুপুর থেকে হলের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে রুমে তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন তারা।
এদিকে হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হল ত্যাগ করার অনুরোধ জানালেও হল ছাড়তে নারাজ তারা। হল প্রশাসন তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করছে।
জানা গেছে, নতুন মাসের অতিরিক্ত মেস ভাড়া বাঁচাতেই তালা ভেঙে হলে উঠেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সেপ্টেম্বর মাসে সবাই মেস ছেড়ে দিয়েছে। মাত্র পাঁচদিনের জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে। তাই বাধ্য হয়েই হলে উঠেছেন তারা।
এ বিষয়ে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ বলেন, ‘সমস্যা সমাধানের জন্য আমরা ছাত্রদের সঙ্গে বসেছি। এখন আলোচনা চলছে। আলোচনা শেষে সিদ্ধান্ত জানাতে পারব।’