প্রচ্ছদ ›› শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটে ফেল ৭৮.২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২১ ১৫:১৩:৩৯ | আপডেট: ৩ years আগে
ঢাবির ‘গ’ ইউনিটে ফেল ৭৮.২৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

‘গ’ ইউনিটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৫ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

পাশের হার পাসের হার ২১ দশমিক ৭৫ শতাংশ। আর ফেল করেছে ৭৮ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফলাফল জানতে পারবে।

এছাড়া মুঠোফোনের মাধ্যমেও পাওয়া যাবে ভর্তি পরীক্ষার ফলাফল। এজন্য যে কোনো মোবাইল অপারেটর মেসেজ অপশনে গিয়ে DU স্পেস GA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এর আগে গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৩ হাজার ৩৪৭ জন। অর্থাৎ, প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিল প্রায় ২২ জন।