প্রচ্ছদ ›› শিক্ষা

ঢাবি বন্ধ ঘোষণা, অনলাইনে চলবে ক্লাস

নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২২ ১৫:৪১:৩৫ | আপডেট: ৩ years আগে
ঢাবি বন্ধ ঘোষণা, অনলাইনে চলবে ক্লাস

৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে সেশনজট নিরসনে অনলাইন ক্লাস চলমান থাকবে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল ও কলেজ বন্ধ রাখতে সকালে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা ব্যবস্থা নেবে বলে জানানো হয়।

এর আগে, করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল-কলেজগুলো। করোনা সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টম্বরে খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।