রাজধানীর নিউমার্কেটে ফের শুরু হয়েছে সংঘর্ষ। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সকাল ১০টার দিকে শুরু হয় এ সংঘর্ষ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল।
সোমবার রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। এরই জেরে আজও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এর আগে সকালে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তা অবরোধ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে তারা এ অবরোধ তৈরি করে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবসায়ীদের পক্ষ নিয়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে। আহত দুজন শিক্ষার্থীর অবস্থা সংকটজনক বলে জানান তারা। অভিযুক্তদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। রাস্তা বন্ধ থাকায় বিকল্প উপায়ে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষের।
আরও পড়ুন
নিউমার্কেট এলাকায় ফের সংঘর্ষ, যান চলাচল বন্ধ
এদিকে, মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে সকাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।
অভিযোগ রয়েছে, সোমবার রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী একটি খাবারের দোকানে গেলে দোকানীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ওই শিক্ষার্থীদের মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে বেশ কয়েকজন আহত হয়।
সংঘর্ষ থামাতে ২০-২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।