বিশেষ পরীক্ষা ও দ্রুত ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১টার দিকে থেকে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অন্তত কয়েকশ শিক্ষার্থী নীলক্ষেত মোড় অবরোধ করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান দ্য বিজনেস পোস্ট'কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৫-১৬ সেশনের এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা বিশেষ পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করেছে। দুপুর একটা থেকে তারা সড়ক অবরোধ করে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়।
এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সীমাহীন ভোগান্তির সম্মুখীন হচ্ছে জনসাধারণ। সড়কের দুই পাশে তৈরি হয়েছে যানবাহনের লম্বা সারি।
নীলক্ষেত মোড় অবরোধের কারণে রাজধানীজুড়ে এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।