আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এতে মোট ৫ হাজার ৯৭২ আইনজীবী বার কাউন্সিলের আইনজীবী হিসেবে সনদ পেয়েছেন।
শনিবার বিকেলে বার কাউন্সিলের ওয়েব সাইটে আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারবেন।
বার কাউন্সিলের তালিকাভুক্ত হওয়া ৫ হাজার ৯৭২ আইনজীবীর মধ্যে ৯ জনের ফলাফল আটকে রাখা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র দাখিল করা সাপেক্ষে তাদের ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়।
এর আগে গত ২৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রায় ১৩ হাজার আইন শিক্ষানবিশ অংশ নেন।
এরপর সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় প্রায় ৬ হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।