মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের অধীনে অনুষ্ঠিত ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।
শুক্রবার ‘ডি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এছাড়াও, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
এর আগে গত ২ নভেম্বর ইবি ক্যাম্পাসে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন এক হাজার ৩১৯ জন আবেদনকারীর মধ্যে এক হাজার ১৪০ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।