প্রচ্ছদ ›› শিক্ষা

রাবির হল খুলবে ১৭ অক্টোবর, ক্লাস ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩১:৪৫ | আপডেট: ৩ years আগে
রাবির হল খুলবে ১৭ অক্টোবর, ক্লাস ২০ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খুলছে আগামী ১৭ অক্টোবর। আর ২০ অক্টোবর থেকে একাডেমিক ক্লাসগুলো সশরীর শুরু হবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

ইংরেজি বিভাগের অধ্যাপক ও একাডেমি কাউন্সিলের সদস্য আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা হবে। পরবর্তীতে ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।

এ ছাড়া এ বছরের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।