প্রচ্ছদ ›› শিক্ষা

শাবিপ্রবিতে ৪ সহকারী প্রক্টর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৮:২৭ | আপডেট: ৩ years আগে
শাবিপ্রবিতে ৪ সহকারী প্রক্টর নিয়োগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চারজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্তরা শিক্ষকরা হলেন- ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামা এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া দায়িত্ব পালনে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।