প্রচ্ছদ ›› শিক্ষা

'শিক্ষার্থীদের ঘাটতি পোষাতে চেষ্টা করছে সরকার'

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২২ ১৬:১৮:১৪ | আপডেট: ৩ years আগে
'শিক্ষার্থীদের ঘাটতি পোষাতে চেষ্টা করছে সরকার'
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের করোনাকালীন ঘাটতি পোষাতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

শনিবার সকালে বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। করোনাকালে অনলাইনে ৬০ ভাগ এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। এক বছরে এটি কাটিয়ে ওঠা সম্ভব নাও হতে পারে।

এ বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার সহযোগিতা কামনা করেছেন শিক্ষামন্ত্রী।