প্রচ্ছদ ›› শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেল শ্রীরামকাঠি কলেজ

নিজস্ব প্রতিবেদক
০৫ জানুয়ারি ২০২২ ২০:৪৮:৩১ | আপডেট: ৩ years আগে
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেল শ্রীরামকাঠি কলেজ

প্রাপ্যতার শর্ত শিথীলপূর্বক বিশেষ বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে স্থাপনের অনুমতি পেয়েছে শ্রীরামকাঠী মহাবিদ্যালয়।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন শ্রীরামকাঠী বন্দরের কাঠালতলা নামক স্থানে ‘শ্রীরামকাঠী মহাবিদ্যালয়’ নামে কলেজটি প্রতিষ্ঠিত হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ শাখার উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডের চেয়ারম্যানের পরিদর্শন প্রতিবেদনের আলোকে প্রাপ্যতার শর্ত শিথীলপূর্বক বিশেষ বিবেচনায় পিরােজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন শ্রীরামকাঠী মহাবিদ্যালয় স্থাপনের অনুমতি প্রদানে নিমােক্ত শর্তে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলাে।

এজন্য পাঁচটি শর্ত জুড়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শর্তসমূহ হলো-

১। পাঠদানের অনুমতি চাওয়ার পূর্বেই অধ্যক্ষসহ প্রয়ােজনীয় প্রশাসনিক জনবল নিয়ােগ, জমি ক্রয় এবং অবকাঠামাে নির্মাণসহ অন্যান্য প্রয়ােজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ/তৈরি করতে হবে।

২। ব্যক্তি নামে কলেজ নামকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার এবং অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে ১৫,০০,০০০ (পনের লক্ষ) টাকা ব্যাংকে জমা প্রদান করতে হবে।

৩। কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে সরকারের কোনাে আর্থিক সংশ্লেষ থাকবে না।

৪। কোন শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার যে কোনাে সময় এ অনুমােদন বাতিল করতে পারবে।

৫। বেসরকারি কলেজের ক্ষেত্রে প্রচলিত অন্যান্য সকল শর্ত মেনে চলতে হবে।