বাংলা এবং ইংরেজিতে শিশুদের উচ্চ মানের বই প্রকাশের জন্য ‘স্টোরিস ইন দ্য পার্ক’ নামের একটি ইভেন্ট করছে গুবা বুকস। এই ইভেন্টে তাদের ৬টি নতুন বই লঞ্চ করার কথা রয়েছে।
শনিবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এতে বাদ্যযন্ত্রের আসর, বই পড়া এবং শিশুদের মজার মজার কার্যকলাপ থাকবে।
৬টি বইয়ের মধ্যে ৪টি দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তাদের ‘গোম আচো সংগ্রহ’ এর অংশ হিসেবে উত্থাপিত হয়েছিলো। যা ক্ষতিগ্রস্ত শিশুদের শরণার্থী জীবনকে প্রতিনিধিত্ব করে এবং নিশ্চিত করে।
অন্য দুটি বইয়ে বংলাদেশের সৌন্দর্য ও প্রণবন্ততা চমৎকার গল্প বলার এবং দৃষ্টি নন্দন শিল্পকর্মের মাধ্যমে চিত্রিত হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে- ‘চঞ্চলরা কোথায়?’ এবং অন্যটি ‘সান মুন সিক্রেট’।
গুবা বুকসের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রায়া রহমান বলেন, আমরা এমন বই তৈরী করার চেষ্টা করি, যেগুলো দেখে বাচ্চারা আনন্দিত হয়। যা গর্বিত করে তাদের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে।