প্রচ্ছদ ›› শিক্ষা

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি আজ, বেসরকারিতে কাল

নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২২ ১০:১৪:৫৮ | আপডেট: ২ years আগে
সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি আজ, বেসরকারিতে কাল
সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি আজ অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ভর্তির লটারি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

একই স্থানে আগামীকাল মঙ্গলবার বিকেলে ৩টায় বেসরকারি মাধ্যমিকের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এসব তথ্য জানিয়েছে।

স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) লটারির ফল দেখা যাবে।