প্রচ্ছদ ›› শিক্ষা

সাত কলেজের ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২১ ০৯:৪০:০২ | আপডেট: ৩ years আগে
সাত কলেজের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে।

শুক্রবার সকাল ১০টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত। 

বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বছরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

এবার পরীক্ষা হবে মোট ১২০ নম্বরের। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনি) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে। এই বছর সাত কলেজে ২৬ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে মোট ৯৫ হাজার ৬২২টি। সেক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় চার জন করে।

এ বছর সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। সাড়ে ছয় হাজার আসনের বিপরীতে বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় সাত জন। বাণিজ্য ইউনিটে পাঁচ হাজার ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭০০টি। প্রতি আসনের বিপরীতে লড়বে পাঁচজন জন। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০ হাজার ৮২৮টি। প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় তিন জন।

আগামী ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।